Scroll to top

আয়কর মেলার তৃতীয় দিন, করঅঞ্চল-বরিশাল

আয়কর মেলার তৃতীয় দিন, করঅঞ্চল-বরিশালআজ ১৬/১১/২০১৯ খ্রিঃ তারিখে কর অঞ্চল বরিশালে সর্বমোট ০৫ টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। বরগুনা ও পিরোজপুর জেলায় আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল বিভাগীয় শহরে ২,৫২৭ জন সেবা গ্রহীতা ১,২৫৬ টি রিটার্নের মাধ্যমে ৪৫,৯২,৯৪৮/- টাকা আয়কর প্রদান করেন। নতুন ১২ ডিজিট টিআইএন গ্রহন করেছেন ৩৫ জন। ঝালকাঠি জেলায় ৭২০ জন সেবা গ্রহীতা ২০১টি রিটার্নের মাধ্যমে ২,৯৩,৩৪৩/- টাকা আয়কর প্রদান করেন। নতুন ১২ ডিজিট টিআইএন গ্রহন করেছেন ০৫ জন। পিরোজপুর জেলায় ৮৯১ জন সেবা গ্রহীতা ৩০৩ টি রিটার্নের মাধ্যমে ১০,৭৩,৮০২/- টাকা আয়কর প্রদান করেন। নতুন ১২ ডিজিট টিআইএন গ্রহন করেছেন ১৭ জন। পটুয়াখালী জেলায় ৩৪০ জন সেবা গ্রহীতা ৪৮১ টি রিটার্নের মাধ্যমে ৫,২৪,০৩৭/- টাকা আয়কর প্রদান করেন। নতুন ১২ ডিজিট টিআইএন গ্রহন করেছেন ০৭ জন। বরগুনা জেলায় ১,০৫০ জন সেবা গ্রহীতা ১৯৬ টি রিটার্নের মাধ্যমে ১৫,০৯,৩৩৮/- টাকা আয়কর প্রদান করেন। নতুন ১২ ডিজিট টিআইএন গ্রহন করেছেন ১৩ জন।

কর অঞ্চল বরিশালে সর্বমোট ০৫ টি স্পটে মোট ৫,৫২৮ জন সেবা গ্রহীতা ২,৪৩৭ টি রিটার্নের মাধ্যমে ৭৯,৯৩,৪৬৮/- টাকা আয়কর প্রদান করেন। উক্ত ০৫টি স্পটে নতুন করদাতা হয়েছেন সর্বমোট ৭৭ জন।

সম্মানিত করদাতাদের পদচারণায় দিনভর মুখোরিত ছিল মেলা প্রাঙ্গণ।