Scroll to top

আয়কর মেলা ২০১৯, রাজশাহী শুভ উদ্বোধন।

আয়কর মেলা ২০১৯, রাজশাহী শুভ উদ্বোধন।সপ্তাহ ব্যাপী (১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর), আয়কর মেলা-২০১৯ উপলক্ষে কর অঞ্চল-রাজশাহী’তে আজ ১৪ নভেম্বর, ২০১৯ খ্রি. প্রথম দিনে রাজশাহী’র হেলেনাবাদ, কর ভবন প্রাঙ্গণে শুভ্র পায়রা ও বেলুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামাল হোসেন, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম, কর কমিশনার, কর অঞ্চল-রাজশাহী, জনাব মোহাম্মদ লুৎফর রহমান, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, রাজশাহী, জনাব মোঃ মাসুদ, কর কমিশনার, কর আপীল অঞ্চল-রাজশাহী, কর  ভবনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আয়কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে করদাতাগণ আয়কর রিটার্ন দাখিল করেন । মেলার প্রথম দিনে সেবা গ্রহীতা ছিলেন ৩,৫০০ জন, মোট দাখিলকৃত আয়কর রিটার্নের সংখ্যা ১,৪৮৮ টি এবং মোট আয়কর আদায়ের পরিমাণ ১,২৭,০৪,৩৮৭ টাকা। মেলা প্রাঙ্গণে আয়কর রিটার্ন পূরণ পরামর্শ ডেস্ক, ফটোকপি সুবিধা, ব্যাংক বুথ সেবা ও ই-পেমেন্ট সেবাসহ ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যাচ্ছে। আগামী ২০ নভেম্বর, ২০১৯ খ্রি. পর্যন্ত মেলা কার্যক্রম অব্যাহত থাকবে।