Scroll to top

আয়কর মেলা ২০১৯, সিলেট শুভ উদ্বোধন।

আয়কর মেলা ২০১৯, সিলেট শুভ উদ্বোধন।সিলেট কর অঞ্চল এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিলেট নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ৭ দিন ব্যাপী আয়কর মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, পিএএ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিমনারেট’র কমিশনার গোলাম মোহাম্মদ মুনির, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব ও কর আইনজীবী সমিতির সভাপতি মো.আবুল ফজল। সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ২০১৯ আয়কর মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

“আমরা স্বাবলম্বী হবো সকলে কর দেবো” এই স্লোগানে সাত দিন ব্যাপী আয়কর মেলা আগামি ২০ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় মোট ২৫টি স্টলের মাধ্যমে মেলায় সেবা প্রদান চলছে।