Scroll to top

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- সিলেট।

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- সিলেট।জাতীয় ও  দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় কর প্রদানে অনুপ্রাণিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় ১৩ নভেম্বর ২০১৯খ্রিঃ বুধবার রিকাবীবাজারস্থ সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে কর অঞ্চল-সিলেট কর্তৃক সিলেট বিভাগের দীর্ঘ মেয়াদী ও সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ও সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতাগণকে সম্মাননা প্রদানের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, ডিআইজি, সিলেট রেঞ্জ; জনাব তাহমিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ;  জনাব গোলাম মোঃ মুনির, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট; জনাব পরিতোষ ঘোষ,অতিরিক্ত পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ; জনাব এ টি এম শোয়েব, সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি; জনাব এডভোকেট মোঃ আবুল ফজল, সভাপতি, সিলেট জেলা কর আইনজীবী সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-সিলেট এর মাননীয় কর কমিশনার জনাব রনজীত কুমার সাহা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট বিভাগের ৪টি জেলার এবং সিটি কর্পোরেশন এলাকার দীর্ঘ সময় কর প্রদানকারী ১০ জন করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ১৫ জন করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ৫ জন মহিলা এবং সর্বোচ্চ কর প্রদানকারী ৪০ বছর বয়সের নীচে ৫ জন তরুণ করদাতাসহ মোট ৩৫ জন করদাতাকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।