Scroll to top

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- খুলনা।

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- খুলনা।কর অঞ্চল-খুলনা’র সেরা করদাতা সম্মাননা ২০১৯ অনুষ্ঠানে ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রশান্ত কুমার রায়, কর কমিশনার, কর অঞ্চল-খুলনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুস সালাম মুর্শেদী, মাননীয় সংসদ সদস্য, খুলনা-৪, ড. আব্দুল মান্নান শিকদার, সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা জনাব খন্দকার লূৎফুল কবির, পিপিএম, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, জনাব মোঃ মোস্তবা আলী, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা, জনাব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল-খুলনা, জনাব কাজি আমিনুল হক, সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, স্বাগত বক্তব্য প্রদান করেন ড. অঞ্জন কুমার সাহা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-খুলনা।