Scroll to top

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- বগুড়া।

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- বগুড়া।13 নভেম্বর, 2019 কর অঞ্চল-বগুড়ার উদ্যোগে জেলা ভিত্তিক সেরা করদাতাদের মাঝে সম্মাননা ও সনদপ্রত্র প্রদান এবং অনুষ্ঠান শেষে কেক কেটে 14-17 নভেম্বর, 2019 চার দিনব্যাপী বগুড়া জেলার আয়কর মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানটি বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলরুম, উপশহরে, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-1 (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ জনাব আব্দুল মান্নান এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বগুড়া, জনাব মোঃ মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম), (পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত), বগুড়া, জনাব মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি, সভাপতি, বগুড়া চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও পরিচালক এফবিসিসিআই, জনাব মোঃ মোজাম্মেল হক, সভাপতি, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া ও জনাব মোঃ আব্দুল হামিদ, সভাপতি, বগুড়া ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশন, বগুড়া এবং সভাপতিত্ব করবেন জনাব আবু সাঈদ মোঃ মুস্তাক, কর কমিশনার, কর অঞ্চল-বগুড়া। কর অঞ্চল-বগুড়ার অধিক্ষেত্রাধীন চারটি জেলার (বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা) প্রতিটি জেলায় 03 জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, 02 জন দীর্ঘমেয়াদী কর প্রদানকারী করদাতা, 01 জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী (মহিলা) করদাতা ও 01 জন তরুন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতাসহ মোট 07 জন করে সর্বমোট 28 জন করদাতাবৃন্দকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে 2010 সাল হতে প্রতিবছর আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বগুড়া জেলায় 2012 সাল হতে প্রতিবছর আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর (আয়কর মেলা-2018) কর অঞ্চল-বগুড়ায় আয়কর মেলায় সেবাগ্রহণকারী করদাতা সংখ্যা 33,909 জন, প্রাপ্ত রির্টান সংখ্যা 16,052 টি, আদায়কৃত আয়করের পরিমান 9,94,92,460/- টাকা এবং নতুন নিবন্ধিত করদার সংখ্যা 317 জন। এবারের আয়কর মেলায় সেবা গ্রহণকারী করদাতা সংখ্যা বৃদ্ধি পাবে এবং সম্ভব্য রাজস্ব আদায়ের পরিমান প্রায় 12,00,00,000/- টাকা হবে মর্মে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, 2018-2019 অর্থবছরে কর অঞ্চল-বগুড়া’র রাজস্ব লক্ষ্যমাত্রা 394.14 কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে 401.79 কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা 445.79 কোটি টাকা। কর অঞ্চল-বগুড়ার রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপের মধ্যে জরীপ কার্যক্রমের মাধ্যমে 40,000 জন নতুন করদাতা সনাক্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও “সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনিভর” এবং “আমরা স্ববলম্বী হবো, সকলে কর দেবো” স্লোগানসমূহ সামনে রেখে সারা দেশ ব্যাপী আয়কর মলো-2019 উদযাপন হচ্ছে। কর অঞ্চল-বগুড়া অধিক্ষেত্রাধীন 04 টি জেলার মধ্যে 14-17 নভেম্বর/19 বগুড়া জেলা, 15-18 নভেম্বর/19 সিরাজগঞ্জ জেলা, 15-18 নভেম্বর/19 গাইবান্ধা জেলা, 16-19 নভেম্বর/19 জয়পুহাট জেলা, 19-20 নভেম্বর/19 শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা এবং 19-20 নভেম্বর/19 গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলায় প্রতিদিন সকাল 09:00 ঘটিকা হতে বিকাল 05:00 ঘটিকা পর্যন্ত আয়কর মেলা অনুষ্ঠিত হবে। আয়কর মেলায় আগত করদাতাদের কে ই-টিআইএন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন প্রদান, 2019-2020 করবর্ষের আয়কর রিটার্ন দাখিল, বাংকের অস্থায়ী বুথে আয়কর জমাদানের সুবিধা, করদাতাদের রিটার্ন ফরম পূরণের জন্য হেল্প ডেক্স, মুক্তিযোদ্ধা, মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের জন্য পৃথক বুথ এবং আয়কর অধিক্ষেত্র জানাসহ অন্যান্য কর সেবা প্রদান করা হবে।