Scroll to top

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- রাজশাহী।

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯, কর অঞ্চল- রাজশাহী।জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় অদ্য ১৩ নভেম্বর, ২০১৯ খ্রি. তারিখে কর অঞ্চল-রাজশাহী’র অধিক্ষেত্রাধীন রাজশাহী সিটি কর্পোরেশনসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে শহীদ এ. এইচ.এম কামারুজ্জামান মিলনায়তন, রাজশাহী’তে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪(চার) টি ক্যাটাগরিতে (দীর্ঘ সময় কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ও ৪০(চল্লিশ) বছর বয়সের নীচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা) সর্বমোট ৪২(বিয়াল্লিশ) জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, বিভাগীয় কমিশনার, রাজশাহী; জনাব মোহাম্মদ লুৎফর রহমান, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, রাজশাহী; জনাব মোঃ মাসুদ, কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল-রাজশাহী; জনাব মোঃ মনিরুজ্জামান মনি, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রাজশাহী এবং জনাব মোঃ মোজাহারুল হক বকুল, সভাপতি, আয়কর আইনজীবী সমিতি, রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম, কর কমিশনার, কর অঞ্চল-রাজশাহী।