Scroll to top

১২ বছর ধরে সেরা করদাতা খন্দকার মাহবুব আলম

১২ বছর ধরে সেরা করদাতা খন্দকার মাহবুব আলমটানা ১২ বছর ধরে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন ময়মনসিংহের ব্যবসায়ী খন্দকার মাহবুব আলম। আজ বুধবার ময়মনসিংহ অঞ্চলের সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সেরা করদাতার সম্মাননা পান।

খন্দকার মাহবুব আলম একজন ঠিকাদার। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স এমএস এন্টারপ্রাইজ।

ময়মনসিংহ কর অঞ্চল সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে ময়মনসিংহে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়। খন্দকার মাহবুব আলম প্রথমবার থেকেই নিয়মিতভাবে এই সম্মাননা পাচ্ছেন। ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ পৌরসভা ও সর্বশেষ ময়মনসিংহ সিটি করপোরেশন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।

আজ সেরা করদাতার সম্মাননা গ্রহণের সময় ঘোষণা মঞ্চ থেকে বলা হয়, তিনি ২০০৮ সাল থেকে টানা সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন। মাহবুব আলম বিভিন্ন সময় অসহায় মানুষ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানেও অর্থ সহায়তা দেন।

 

News Source: প্রথম আলো